খুলনা, বাংলাদেশ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

শিল্প-সাহিত্যের ছোট কাগজ বালুচর’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্কঃ রিয়াদ আল ফেরদৌসের সম্পাদনায় প্রকাশিত শিল্প-সাহিত্যের ছোট কাগজ ‘বালুচর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় শেরপুর নালিতাবাড়ী আরাইআনী নওজোয়ান মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘বালুচর’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি,প্রাবন্ধিক,শিক্ষক জ্যোতি পোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুচর’র সম্পাদক রিয়াদ আল ফেরদৌস।শিক্ষক সজল কর্মকার ও আবৃত্তিকার রোকেয়া নাসরীন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল,লেখক জোবায়দা খাতুন,ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু,আইনজীবী সুধাংশু কালোয়ার,সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার,কমরেড জাহিদুল ইসলাম জাহিদ,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,কৃষিবিদ সঞ্জয় রায়,সাংবাদিক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা।

মূখ্য বক্তা কবি জ্যোতি পোদ্দার ষষ্ঠ প্রাদেশিক কৃষক সম্মেলন নালিতাবাড়ীর ইতিহাস তুলে ধরেন। ১৯৪৩ সালে নালিতাবাড়ীর নওজোয়ান মাঠে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪৩ সালে নালিতাবাড়িতে অনুষ্ঠিত ষষ্ঠ প্রাদেশিক কৃষক সম্মেলন এর নানা কথকতা ও ইতিহাসের দলিল আর প্রামাণ্য সাক্ষ্যে সাজানো হয়েছে এবারের বালুচর চতুর্থ সংখ্যার আয়োজন। জমির উপর জমিদারি মালিকানা উচ্ছেদ করে সেই জমি কৃষকের হাতে তুলে দেয়া, লাঙল যার জমি তার, কৃষককে ঋণমুক্ত করা সহ নানা দাবী নিয়েই মূলত এই কৃষক সভা গঠিত হয়। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিলো বর্গা প্রথার উচ্ছেদ এবং তেভাগা আন্দোলন।

বালুচর’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য উপস্থাপন করেন কলকাতার প্রগতিশীল সাপ্তাহিক সপ্তাহ পত্রিকার সম্পাদক দিলীপ চক্রবর্তী। আলোচকবৃন্দ নালিতাবাড়ীর গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতার প্রতি শ্রদ্ধা ও বালুচর সাহিত্য কাগজকে সাধুবাদ জানান। আড়াইআনী বাজার নওজোয়ান মাঠে এই বটতলায় একটি স্মৃতি স্মারক নির্মাণের দাবি রাখা হয় সুশীল সমাজের পক্ষ থেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন,বালুচর’র সম্পাদনা পর্ষদের সদস্য মানিক সাহা, প্রিন্সিপাল নাজনীন হক, নারী নেত্রী কেয়া নকরেক, নাট্যজন আমিনুল ইসলাম, সাংবাদিক শাহাদাত তালুকদার, পুলক রায় সহ নালিতাবাড়ীর ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।