খুলনা, বাংলাদেশ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে মালিক

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিন প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই বরিশালের সেরা একাদশে শোয়েব মালিক। এছাড়া প্রিতম কুমারকে বাদ দিয়ে একাদশে ফিরেছেন তাইজুল ইসলামও।

এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা। অন্যদিকে বরিশাল ৫ ম্যাচে জিতেছে মাত্র ২ ম্যাচে। ফলে ভিন্ন সমীকরণ নিয়ে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।