খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্যহত্যা

অনলাইন ডেস্কঃ খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া থানাধীন ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহলের কারণে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।