স্পোর্টস ডেস্কঃ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আজ দ্বিতীয় জয়ের জন্য লড়বে তারা। সেই লক্ষ্যে টস জিতে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ফিল্ডিং নিয়েছে খুলনা টাইগার্স।দুই দলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহীম জাদরান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, মোহাম্মদ ইমরান।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, ওশেন থমাস।