খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

অনলাইন ডেস্কঃ ঝিকরগাছার পল্লীতে তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে তাকে হত্যা করা হয়। তার মৃতদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করেন। এদিন সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাচ্ছিল। পথে কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এ হত্যার ঘটনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে দেখছি।