খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টইনে শনিবার কন্ডিশন অনুযায়ী রান তাড়া আর্দশ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

এবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাশা বাড়িয়েছে বাংলদেশ দল। এই তরুণদের কাছ থেকে বিশ্বকাপেও বড় পারফরম্যান্স আশা করা হচ্ছে। ২০২০ সালে প্রথমবারের মতন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আরও একবার এই ট্রফি জেতার স্বপ্ন দেখা হচ্ছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান শিবলি, আদিল বিন সাদিক, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, ওয়াসি সিদ্দিকি, রোহানাতদৌলা বর্ষণ, মারুফ মৃধা, ইকবাল হোসেইন ইমন, আশরাফুজ্জামান বরণ্য।

ভারত অনূর্ধ্ব-১৯ দল: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশের খান, উদয় শাহরান (অধিনায়ক), প্রিয়াংশু মলিয়া, শচিন দাস, মুরগান অভিষেক, আরভেলি অবিনেষ, নামান তিওয়ারি, রাজ লিম্বানি, সামি পান্ডে, আরাধ্য শুক্লা, ইনেশ মাহাজন, ধানুশ গাওদা, রুদ্র প্যাটেল, প্রেম দেবাকর, মোহাম্মদ আমিন, আনাস গোসাই।