খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এমপি নির্বাচন করতে চান হিরো আলম

এমপি নির্বাচন করতে চান হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম। ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। হিরো আলম বলেন, ‘আমি জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে বগুড়া-৬ আসনের এমপি হতে চাই। সেই মনোবল থেকেই আমার ওঠে আসা। চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি।

বলিউডে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম অভিনেতা (নায়ক) হিসেবে আমি বলিউডে সুযোগ পেয়েছি। এখানে আমিই প্রথম। সত্যিই এটা স্বপ্নের মতো। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।’

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার নির্বাচন করেছেন। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চান। তবে কোনো রাজনৈতিক দল তাকে মনোনয়ন দেয়ার প্রস্তাব দিলে ভেবে দেখবেন। এমপি নির্বাচিত হলে সংসদে গিয়ে প্রথমে গ্রামের প্রতিভার কথা তুলে ধরার পাশাপাশি রাস্তাঘাটসহ সব উন্নয়নের কথা বলবেন।