খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিনব পদ্ধতিতে চা তৈরি সানি লিওনের!

ফের আলোচনায় সানি লিওন। বাগানে বসে এবার চা তৈরির জন্য আক্রমণের মুখে পড়তে হল সানিকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। যেখানে বাগানের মধ্যে বসে চা তৈরি করতে দেখা যায় সানিকে।
বাগানে বসে কেটলির মধ্যে চা নিয়ে লাইটার জ্বালিয়ে তা তৈরি করার চেষ্টা করেন। ছবি নীচে ক্যাপশনও দেন সানি। লেখেন, এমনভাবে লাইটার দিয়ে চা তৈরির চেষ্টা কেউ করবেন না। সানির ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
সানি যেভাবে চা তৈরি করছেন, তা এক মাস পরে হবে বলে কেউ কটাক্ষ করেন। কেউ ‘বীরবল কি খিচড়ি’ বলে কটাক্ষ করেন সানি লিওনের ওই প্রচেষ্টাকে। কেউ আবার আগরবাতি দিয়ে চা তৈরির পরামর্শও দিয়েছেন সানিকে।