মানিকগঞ্জ: নেপালের কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় মানিকগঞ্জের শশী-শাওন নামে এক দম্পতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবাহ বার্ষিকী পালনের করতে নেপালে গিয়েছিলেন ওই দম্পতি।মানিকগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ডা. রেজা হাসানের একমাত্র মেয়ে তাহিরা তানভিন শশী (২৭) এবং একই জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে ডা. রেজায়ানুল হক শাওনের বিয়ে হয় সাত বছর আগে।
শাওন রংপুর মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। আর শশী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য আইন শিক্ষা অর্জন করেছেন বলে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদির্শক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সোমবার রাত ১১টার দিকে শশী-শাওন নামে মানিকগঞ্জের এক দম্পতি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।