খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তালায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট’র শুভ উদ্বোধন

এএইচ জুয়েল,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ‘সুভাষিনী বাজার আউটলেট’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (২৯নভেম্বর) বুধবার সকাল সাড়ে দশটায় তালা উপজেলার সুভাষিনী বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংক এশিয়া খুলনা শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিভাগ-১ এ কে এম সাঈদ হোসেন, ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংক এশিয়া যশোর শাখার ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উদয় দাস, তেতুঁলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী মোড়ল, ব্যাংদহা বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট শেখ মামুন হোসেন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ‘সুভাষিনী বাজার আউটলেট’ এর এজেন্ট ঝর্ণা দাস, হাজী মেহেরুল্ল্যাহ ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মোঃ আলী হায়দার, সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, এ টু আই প্রকল্প পরিচালক বিকাশ দাস, বাংলাদেশ নারী দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী দিপালী দাস, তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস এবং উপস্থাপনা করেন পরিত্রাণের সহ: পরিচালক বিকাশ দাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশন খুলনার এরিয়া ম্যানেজার তুহিনুর ইকবাল সরদার, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ডিভিশনের খুলনা জোনের টিম লিডার মোঃ শরাফাত হোসেন, ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মোঃ ইমদাদুল হক।