খুলনা, বাংলাদেশ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় ‘ড্রাগন ফল’ চাষে সফল কৃষক শাহিনুর

ভারতে পাচারকালে বেনাপোল’র ঘিবা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ১৮ পিচ সোনার বারসহ শ্রবণ বিশ্বাস (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। আটক সোনার ওজন ২ কেজি ১ শ’ গ্রাম। বেনাপোলে এ নিয়ে গত ১০ দিনে ৬৩ পিচ সোনার বার আটক করা হলো। আটক শ্রবণ বিশ^াস ভারতের পশ্চিমবঙ্গের উওর ২৪ পরগনা জেলার চড়–ইগাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ^াসের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে পাচার করে আসছে বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ওই এলাকায় অভিযান চালিয়ে শ্রবণ বিশ্বাসকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৮ পিচ সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক পাচারকারীকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে পোর্ট থানায়।